|
প্রিন্টের সময়কালঃ ২৭ নভেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৫ ০১:১১ অপরাহ্ণ

৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হবে


৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হবে


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫ আয়োজন উপলক্ষে আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।
 

সভায় বইমেলার স্থান নির্বাচন, অংশগ্রহণকারী স্টলের সংখ্যা, প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আবাসনের ব্যবস্থা, মেলার প্রচারণা কৌশল, মেলায় নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধনসহ মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছাত্র–ছাত্রীদের মাঝে মেলা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো এবং শিশুতোষ বইয়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেলাকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন মেলা শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাব করা হয়।
 

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী বলেন, “ময়মনসিংহের মানুষ বইপ্রেমী। গতবারের তুলনায় এবারের বইমেলা আরও সফলভাবে আয়োজন করতে সকল সংশ্লিষ্টকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি বইমেলার সার্বিক সফলতা কামনা করেন।
 

আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।
 

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক, প্রকাশক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫