চারঘাটের ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ-ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আবু সাইদ চাঁদের
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল ভোটারের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া, রায়পুর ও গোপালপুর মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাঁকড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকায় বেকারত্ব দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, রাজশাহী জেলা খালেদা জিয়া মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক শামীম রানা সুমন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা সোহানুর রহমান আন্দোলন, বিএনপি নেতা আবুল কালাম, মিটুল আব্দুর রহমান, টিপু সুলতান এবং ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ অনেকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬