|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ায় ২ হাজার লোকের প্রাণহানি শঙ্কা


ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ায় ২ হাজার লোকের প্রাণহানি শঙ্কা


ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চলে অন্তত ২ হাজার লোকের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে উপকূলবাসীর শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, দুটি পুরনো বাঁধ ভেঙে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ। মোবাইল ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘ঘূর্ণিঝড়ে অন্তত ২ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া, হাজারখানেক লোক নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 


এরই মধ্যে দারনাকে বিপর্যস্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।’ খবর এপির। অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে ঘূর্ণিঝড় উপদ্রুত জনপদের বিধ্বস্ত ঘরবাড়ির চিত্র দেখা গেছে। এদিকে, লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল-মোসমারি এক সংবাদ সম্মেলনে জানান, শুধুমাত্র দারনাতেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র দাবি করেন, সেখানে ৫-৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানে পুরনো দুটি বাঁধ ভেঙে গিয়ে এমন বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫