|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ

হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার


হাতুড়ি দিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি:-


 

বগুড়ায় পেট্রোল পাম্পের এক ক্যাশিয়ারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।
 

ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার পর রতন বগুড়া থেকে পালানোর চেষ্টা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটককালে তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
 

হত্যার ঘটনা ঘটে শনিবার রাত বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে। এ সময় পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল (৩৫) হাতুড়ির আঘাতে নিহত হন। সকালে পাম্পের অন্য কর্মীরা ঘটনাটি বুঝতে পারেন।
 

ডিবি ইনচার্জ জানান, রতনকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ফিলিং স্টেশনে কয়েকদিন ধরে তেল চুরি হচ্ছিল এবং ইকবাল তাকে এই চুরির জন্য দায়ী করেছিল। এই ক্ষোভ থেকে রতন তাকে হত্যা করেন।
 

ঘটনাস্থলের সিসি ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটার দিকে রতন হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিত হওয়ায় তিনি পালিয়ে যান।
 

নিহত ইকবাল হাসান সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫