|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ

ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট


ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট


ঢাকা প্রেস নিউজ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। ওইদিন অনলাইনে বিক্রি হয় ২৪ মার্চের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ (১৫ মার্চ) বিক্রি হবে ২৫ মার্চের টিকিট।
 

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫,৯৩৫টি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিট রিফান্ডযোগ্য নয়।
 

টিকিট বিক্রির সময়সূচি:

  • সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
  • দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
     

ঈদের আগের অন্যান্য দিনের টিকিট বিক্রির তারিখ:

  • ২৬ মার্চের টিকিট – ১৬ মার্চ
  • ২৭ মার্চের টিকিট – ১৭ মার্চ
  • ২৮ মার্চের টিকিট – ১৮ মার্চ
  • ২৯ মার্চের টিকিট – ১৯ মার্চ
  • ৩০ মার্চের টিকিট – ২০ মার্চ
     

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে। পাশাপাশি যাত্রীদের অনুরোধে ২৫% টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে কেনা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিম ও পূর্বাঞ্চলের মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে।

  • গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
  • দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ২৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
     

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫