|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকায় ইসরাফিল খসরুর গণ সংযোগে মানুষের ঢল: ধানের শীষ প্রতীকে গণ বিষ্ফোরণ হবে...!


চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকায় ইসরাফিল খসরুর গণ সংযোগে মানুষের ঢল: ধানের শীষ প্রতীকে গণ বিষ্ফোরণ হবে...!


হোসেন বাবলা:

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এই প্রতীককে জয়ের পথে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক থাকি, ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না।”


তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে বিএনপি কখনো মাঠ ছাড়েনি, সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছে। “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে গণ-বিস্ফোরণ ঘটবে।”

 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের আসন্ন নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানের পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

ইসরাফিল খসরু আরও জানান, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, “এই কর্মসূচি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।”


সেই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তারেক রহমানের ৩১ দফাকে তিনি “জাতির পুনর্জাগরণের নীলনকশা” হিসেবে উল্লেখ করেন।


তার ভাষায়, “দফাগুলোর বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা এবং কৃষি খাতে অগ্রগতি নিশ্চিত হবে।”

 

গণসংযোগে উপস্থিত ছিলেন:
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দীন, হাজী হানিফ সওদাগর, সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডা. নুরুল আবসার, মোহাম্মদ শাহাবুদ্দীন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. জাহিদুল হাসান, ইপিজেড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫