এনবিআর ৫ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল

২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ছাড়প্রাপ্ত করদাতাদের শ্রেণি হলো—
১. ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ সাপেক্ষে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
এনবিআর জানিয়েছে, এসব করদাতা চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে অন্যান্য করদাতারাও যৌক্তিক কারণ দেখিয়ে অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫