|
প্রিন্টের সময়কালঃ ২৬ আগu ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৭:০৩ অপরাহ্ণ

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক দপ্তরের আগামী দুই বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে "নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল ২০২৫, শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা শহীদ রায়হান এবং সেমিনারের সঞ্চালক (মডারেটর) হিসেবে দায়িত্ব পালন করেন নির্মাতা মোস্তফা মনন।
 

বিশিষ্ট নির্মাতা অনিমেষ আইচ, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান এবং বঙ্গ-এর সিইও মুশফিকুর রহমান মঞ্জু সেমিনারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ এবং সেমিনারের আহ্বায়ক ছিলেন খ্যাতিমান নির্মাতা চয়নিকা চৌধুরী। অনুষ্ঠানে ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 

শুধুমাত্র ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্যদের নিয়ে আয়োজিত এই সেমিনারে ১০০-এর অধিক নির্মাতা অংশগ্রহণ করেন। আলোচনায় বর্তমান মিডিয়ার অবস্থা, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব কনটেন্ট, টেলিভিশন নাটক নির্মাণের বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে আমাদের মিডিয়ার তুলনামূলক অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়। নির্মাতাদের ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫