|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ১২:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ণ

সীমান্ত এলাকায় কৃষকদের চলাচলে যৌথ সিদ্ধান্ত


সীমান্ত এলাকায় কৃষকদের চলাচলে যৌথ সিদ্ধান্ত


ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ- 


 

সীমান্ত এলাকার ১৫০ গজের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি ও ভারতীয় কৃষকদের চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।
 

বুধবার (২২ জানুয়ারি) রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহীর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
 

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় কৃষকদের চলাচল ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না বলে দুই পক্ষ সম্মত হয়েছে।
 

এছাড়া, সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার, গণমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫