ভূতাত্ত্বিক গবেষণায় বিদেশি নির্ভরতা, প্রযুক্তিগত দুর্বলতায় পিছিয়ে দেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা, সোমবার:
দেশের ভূতাত্ত্বিক গবেষণায় প্রযুক্তিগত দুর্বলতার কারণে এখনও বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভর করতে হচ্ছে—এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা গড়ে তোলা সময়ের দাবি হলেও, প্রযুক্তির সীমাবদ্ধতা এই অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিমত দেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আনোয়ার জাহিদ, উপদেষ্টা ও জিএসবি’র মহাপরিচালক ড. নেহাল উদ্দীন, সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন ভূঁইয়া (ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এবং অধ্যাপক ড. জামাল উদ্দীন (পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে ২৭টি গ্যাস কূপ রয়েছে, যার মধ্যে ২০টি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। দেশের পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে। প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, যানবাহন ও গৃহস্থালি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া, খনিজ কয়লা, পাথর, বালু ও মূল্যবান ধাতব খনিজ জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখে।
তারা আরও বলেন, ভূমিকম্প, নদীভাঙ্গন, বন্যা, ভূমিধ্বসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূতাত্ত্বিক জ্ঞানের ব্যবহার অপরিহার্য। প্লাবনভূমি শ্রেণিবিন্যাস, ঢালের মাত্রা, ক্ষয় ও পলি সঞ্চয়ের বিশ্লেষণ করে নদীর গতিপথ ও পরিবর্তনের পূর্বাভাসও দেওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূতত্ত্ববিদরা বর্তমানে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, পেট্রোবাংলা, বাপেক্স, পানি উন্নয়ন বোর্ড, পরমাণু শক্তি কমিশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, নদী গবেষণা ইনস্টিটিউটসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভূতত্ত্ববিদদের জন্য কোনো পদ নেই।
বক্তারা বলেন, ভূতাত্ত্বিক পেশাজীবীদের যুক্ত না করা হলে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে জাতি পিছিয়ে পড়বে। তাই গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভূতত্ত্ববিদদের অন্তর্ভুক্তি সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে তারা মত প্রকাশ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫