নির্বাচনের প্রস্তুতি চলছে, জুন-জুলাইয়ে রোডম্যাপ প্রকাশ: নির্বাচন কমিশন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
চলতি বছরের ডিসেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত টাইমলাইনের ভিত্তিতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সে অনুযায়ী, ডিসেম্বরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আগামী জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।"
রোডম্যাপ প্রকাশের বিষয়ে তিনি আরও বলেন, “কমিশন শপথ নেওয়ার পর থেকেই আমরা একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে চলেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সংসদীয় আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে। ভোটার তালিকা হালনাগাদ প্রায় শেষ পর্যায়ে এবং দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও অনেকদূর এগিয়েছে।”
আইন সংশোধনের সুযোগ পেলে দ্রুত আসনসীমা পুনর্বিন্যাসের কাজ শেষ করা সম্ভব বলেও জানান তিনি। “আগামী তিন মাসের মধ্যে আমরা ওয়ার্কপ্ল্যানের প্রাথমিক কাজ সম্পন্ন করতে পারব। আশা করছি, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সংক্রান্ত প্রিন্টেড রোডম্যাপ প্রকাশ করা সম্ভব হবে,” বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫