কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. সেলিম ভূঁইয়া (স্বেচ্ছাসেবক দল নেতা) নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বাঙ্গড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। একই সময়ে, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকরা গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম ভূঁইয়া গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান।
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূঁইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন। তবে বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে সরকারি হাসপাতালে রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫