|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি সাত দিনের রিমান্ডে


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি সাত দিনের রিমান্ডে


ঢাকা প্রেস নিউজ

 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি, যিনি একটি চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি, তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালের ৪ জুলাই, ব্যবসায়িক বিরোধের জের ধরে শাফির নির্দেশে তার সহযোগীরা ঢাকা শহরের উত্তরায় এরশাদ গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ আলী’র বাসায় হামলা চালিয়ে চাঁদাবাজি, লুটপাট, এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায়।
 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, আর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
 

এ ঘটনায়, গত বছর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হন শাফি মোদাচ্ছের খান জ্যোতি। ১৪ সেপ্টেম্বর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে শাফি মোদাচ্ছের খান জ্যোতির নির্দেশে হামলাকারীরা এরশাদ আলী’র বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ, ৫৫ লাখ টাকা, ৪৫ লাখ টাকার চাঁদা এবং আগাম স্বাক্ষরিত দুটি চেক বই নিয়ে যায়। এছাড়াও, বাসার আসবাবপত্র, সিসি ক্যামেরা এবং প্রতিষ্ঠানে হামলা করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করা হয়। পরবর্তীতে, ২৮ সেপ্টেম্বর এরশাদ আলী এবং তার পরিবারকে গুম ও হত্যার হুমকি দেয় মামলার চার নম্বর এজাহার নামীয় আসামি আসিব বিন আনোয়ার।
 

এই ঘটনায় ১১ ডিসেম্বর ধানমন্ডি থানায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এরশাদ আলী, এবং শাফি মোদাচ্ছের খান জ্যোতি ওই মামলার প্রধান আসামি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫