‘জাওয়ান’ সিক্যুয়েল নিয়ে ফিরছেন শাহরুখ-অ্যাটলি

বিশ্বব্যাপী ঝড় তোলা সিনেমা ‘জাওয়ান’ ইতিমধ্যে ১ হাজার কোটির ব্যবসা করেছে। বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ এর সাফল্যের পর এবার এ সিনেমার সিক্যুয়েল বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা অ্যাটলি। শুধু তাই নয়,শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের প্ল্যান করছেন এই পরিচালক।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জওয়ান’ মুক্তির আগে থেকেই এর সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছিল। ‘জাওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয়, নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে। সেই সূত্র ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এর দ্বিতীয় কিস্তি আসবে।
এ প্রসঙ্গে অ্যাটলি বলেন, আমার প্রত্যেক সিনেমার শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেওয়া থাকে। তবে এখনও পর্যন্ত আমি কখনও কোনও সিনেমার সিক্যুয়েল করার কথা ভাবিনি। ‘জওয়ান’র কথা যদি বলতে হয় তাহলে যদি তেমন কোনও ভাল গল্প পাই তাহলে অবশ্যই পার্ট ২-এর কথা ভাবব।
এরপরই আবার জনপ্রিয় দক্ষিণী এই নির্মাতা বলেন, ‘জাওয়ান’-এ আমি ভবিষ্যতের আভাস রেখেছি। এখন অথবা পরে সিক্যুয়েল নিয়ে আসতেই পারি। আর একদিন না একদিন আমি অবশ্যই জওয়ান এর সিক্যুয়েল নিয়ে আসব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫