|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ণ

শফিক রেহমানের সঙ্গে মিলিত হলেন আসিফ আকবর


শফিক রেহমানের সঙ্গে মিলিত হলেন আসিফ আকবর


ঢাকা প্রেস নিউজ


দেশে ফিরেই প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে মিলিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘ ছয় বছর পর গত ১৮ আগস্ট দেশে ফিরে আসা শফিক রেহমান, দুপুরেই আসিফকে বাসায় ডেকে নেন।

 

এই সাক্ষাতের একটি ছবি সোমবার (১৯ আগস্ট) রাতে আসিফ নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় শফিক রেহমান, খুশির খবর, বেগম খালেদা জিয়া জীবিত আছেন। তিনি স্বৈরাচারের পতন দেখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এতেই আনন্দিত। ভালোবাসা অবিরাম।”
 


 

সাক্ষাৎকালে আসিফ, নিজের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ শফিক রেহমানের হাতে তুলে দেন।
 

আসিফের এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে শফিক রেহমানের সুস্বাস্থ্য কামনা করেছেন আবার কেউবা আসিফের এই উদ্যোগকে প্রশংসা করেছেন। মিঠুন রায় নামে একজন লিখেছেন, “উনি আমার পছ‌ন্দের মানুষ, ওনার কথা আমার খুব ভাল লা‌গে।” আব্দুল জব্বার খান নামে আরেকজন লিখেছেন, “চিরসবুজ শফিক রেহমান ভাইকে আসিফের তুলনায় বেশি তরুণ দেখাচ্ছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫