চাঁদপুরে ৬ মাস পর অপহৃত শিশু উদ্ধার:

ঢাকা প্রেস নিউজ
চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার ৩ বছর বয়সী এক শিশুকে ৬ মাস পর উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো (পিবিআই)। শিশুটি গত জানুয়ারির ২২ তারিখে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পিবিআই শনিবার (৬ জুলাই) রাতে চাঁদপুর সদর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির নাম মাহিয়া আক্তার (ছদ্মনাম)। অপহরণের ঘটনায় শিশুটির মায়ের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা করা হয়েছিল। দীর্ঘ ৫ মাস তদন্তের পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পিবিআই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢালিরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসা পরীক্ষা করিয়ে আদালতে উপস্থাপন করা হয়। আদালত শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করে। মামলার তদন্ত এখনও চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫