|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০৩:৪৬ অপরাহ্ণ

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের ইন্টার্নশিপের সুযোগ


বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের ইন্টার্নশিপের সুযোগ


হুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং, সাপ্লাই চেইন ও সেলস বিভাগে ইন্টার্ন নিয়োগ দেবে। কেবল শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।


পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: যেকোনো বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। যেকোনো বিষয়ে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মেয়াদ: তিন মাসের জন্য। তবে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।
কর্মস্থল: করপোরেট অফিস, ঢাকা/কালুরঘাট ফ্যাক্টরি অফিস, চট্টগ্রাম। তবে কর্মীর অবস্থা বিবেচনা করে হাইব্রিড (হোম অফিস ও সশরীর অফিস) কাজের ব্যবস্থা করা হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত যেকোনো সমস্যায় employerbrand.ubl@unilever.com ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে ‘Accessibility support’ লিখতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫