|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ 


কুড়িগ্রামে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।

 

চর রাজিবপুর থানার সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ২ টার দিকে এস,আই আশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়ার মন্ডল পাড়া এলাকায থেকে আসামীদ্বয় কে আটক করে।

 

 এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে রাজিবপুর থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৮০০ টাকা, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ও মাদক বহনে ব্যবহৃত ০১ (এক) টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান সহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা মোঃ শামসুল আলম, গ্রাম-বাগারচর ও মোঃ আলম (৪১), পিতা মোঃ আলিমুদ্দিন, গ্রাম-ডাঙ্গরা, উভয় থানা- দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর দ্বয় কে গ্রেপ্তার করেছে।

 

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫