|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ণ

পঞ্চম বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে


পঞ্চম বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে


চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের মর্জিনার মার কলোনীর দ্বিতীয় তলায় রোববার ভোরে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক নারী। পুলিশ জানায়, পঞ্চমবার বিয়ে করার কারণে চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন। ঘটনার পর ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৩৬), তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইন উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত নুর জাহানও একই জেলার বাসিন্দা এবং আলাউদ্দিনের সঙ্গে হালিশহরে বসবাস করতেন।
 

পুলিশের তদন্ত অনুযায়ী, কয়েক বছর আগে আলাউদ্দিনের সঙ্গে নুর জাহান বিয়ে করেছিলেন এবং তারা হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। আলাউদ্দিন মাঝে মাঝে রিকশা চালাতেন এবং কখনো ইটভাটায় কাজ করতেন। তার আগে তিনটি বিয়ে হয়েছিল, তবে সেগুলোর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। দেড় মাস আগে আলাউদ্দিন পঞ্চম বিয়ে করেন এবং তাকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি চতুর্থ স্ত্রীর কাছে এই বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে কলহ শুরু হয়।
 

হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাতে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং ভোরের দিকে ক্ষুব্ধ হয়ে নুর জাহান দা দিয়ে আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে এবং রক্তমাখা দা উদ্ধার করে।
 

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫