|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৩:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৯:৫৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ৫, আহত অন্তত ৩০


সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে নিহত ৫, আহত অন্তত ৩০


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:-

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বারৈয়ারহাট থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় সামনে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
 

দুর্ঘটনায় বাসের যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়, কারও মাথায় মারাত্মক আঘাত লাগে, চারদিকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
 

ঘটনার পর স্থানীয় জনগণ দৌড়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দল এসে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 

সীতাকুণ্ড স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসক ডা. সাজিদা জানান, “দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের মাথায় গুরুতর আঘাত ছিল। আমরা অতিরিক্ত চিকিৎসকদের ডেকে এনে দ্রুত চিকিৎসা শুরু করি। প্রাথমিক চিকিৎসা শেষে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত ১২ জনের হেড ইনজুরি রয়েছে।” হাসপাতালে আনার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।
 

চমেক হাসপাতালে পাঠানো গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—
১) অর্ণব দেব (২২), পিতা: বিজয় দেব, অনন্তপুর, বাড়বকুণ্ড
২) মো. রনি (৩৫), পিতা: গোলাম হোসেন
৩) রিজভী (৩২), পিতা: ইব্রাহিম, চন্দনাইশ
৪) রিংকু (৩০)
৫) নয়ন (২০), পিতা: সেন্টু সিকদার, জিপিএইচ, সীতাকুণ্ড
৬) অর্ণব, মিঠাছড়া, মীরসরাই
৭) জাহাঙ্গীর আলম, ফেনচিকিৎসকরা জানিয়েছেন, এদের সবারই মাথায় গুরুতর আঘাত (হেড ইনজুরি) রয়েছে। চমেক হাসপাতালে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫