ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট ফলক উন্মোচন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-
২৯ ডিসেম্বর শনিবার বিকাল ৫ টার সময় ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট আকস্মিক পরিদর্শন এবং ভোমরা ইমিগ্রেশনের অভ্যন্তরে নবনির্মিত স্বাগতম ফলক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় পরিদর্শন কালে পুলিশ সুপার তিনি ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশের প্রতিটি সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে সকলের অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান,ডিআইও-১, ডি এস বি,সাতক্ষীরা,নকিবুল্লাহ,ইনচার্জ,ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট,সাতক্ষীরা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫