বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
ঢাকা প্রেস,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন (পিতা: মৃত আবু বক্কর) এবং একই গ্রামের এরশাদ মিয়া (পিতা: আ. ছালাম) নামের এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, নাশকতার মামলার আসামি মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এরশাদ মিয়াকে জব্বারগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। একই রাতে আলাদা অভিযানে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এই দুই আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫