উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নতুন দুটিসহ সব স্টেশন চালু

প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ ৩১২ বার পঠিত
উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নতুন দুটিসহ সব স্টেশন চালু

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের সব স্টেশন চালু হলো। আজ শুক্রবার সকালে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়। সকাল সাড়ে আটটার পর থেকে স্টেশন দুটিতে ট্রেন থামতে শুরু করেছে। যাত্রীরা চড়ছেন মেট্রোরেলে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, সকাল থেকেই তিনি এ স্টেশন দুটি তদারকির দায়িত্বে ছিলেন। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান তিনি। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে। আগামী ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে।

সকালে দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রোরেলে চড়েছেন গণমাধ্যমকর্মী শাহজাহান সিরাজি। তিনি বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ২০ মিনিট সময় লেগেছে তার। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রীরা ওঠানামা করেছেন বলে জানান।
আগামী ৫ এপ্রিল থেকে ঢাকার মেট্রোরেল প্রতিদিন ছয় ঘণ্টা চলাচল করবে। নতুন সময় অনুযায়ী সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ট্রেন চলবে। এখন শুধু সকালে চার ঘণ্টা মেট্রোরেল চলাচল করছে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

এরপর ধাপে ধাপে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলপথের নির্মাণকাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার চালু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশ চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।