ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমভঙ্গের হতাশা থেকেই আত্মহত্যা?

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, পিনাকের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মরদেহ থানায় নেওয়া হয় এবং আনুষ্ঠানিকতা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, মাসখানেক আগে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পিনাক। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিলেন এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরির জন্য আবেদনও করেছিলেন।
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (মেসেঞ্জারের নোটসে) পিনাক লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
তার সহপাঠী অর্নব চন্দ্র দেব জানান, পিনাকের সেই নোটসটি দেখে তিনি রুমমেট জাহিদুল ইসলামকে বিষয়টি জানান। জাহিদ দ্রুত অফিস থেকে বাসায় ফিরে দরজা বন্ধ অবস্থায় পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে পিনাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫