|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০২:৩৬ অপরাহ্ণ

মারা গেছেন হলিউডের অস্কারজয়ী সিনেমা ‘টাইটানিক’-এর প্রযোজক জন ল্যান্ডাউ


মারা গেছেন হলিউডের অস্কারজয়ী সিনেমা ‘টাইটানিক’-এর প্রযোজক জন ল্যান্ডাউ


হলিউডের অস্কারজয়ী সিনেমা ‘টাইটানিক’-এর প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দ্য নিউিইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৫ জুলাই) ডিজনি এন্টারটেইনমেন্টের এক বিবৃতিতে জন ল্যান্ডাউয়ের মৃত্যুর ঘোষণা করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

 
এদিকে অস্কারজয়ী এই চলচ্চিত্র প্রযোজকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে হলিউড ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনও। প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো সিনেমার সহ-প্রযোজক হিসেবে ছিলেন ল্যান্ডাউ। মূলত ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান ল্যান্ডাউ।

 

ক্যামেরনের প্রযোজনা সংস্থা ‘লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের’ প্রধান অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ল্যান্ডাউ। নির্মাতার সঙ্গে জুটি বাঁধার আগে তিনি ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’র ফিচার ফিল্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ভূমিকায়, তিনি ‘ডাই হার্ড ২’, ‘মিসেস ডাউটফায়ার’ ও ‘পাওয়ার রেঞ্জারস’-এর মতো চলচ্চিত্র নির্মাণের তত্ত্বাবধান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫