আবু সাঈদ হত্যা মামলা: ১৪ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার (২ অক্টোবর) রংপুর মহানগর আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন। মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা পাওয়া ১৪ জনের মধ্যে রয়েছেন রংপুর রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল, এসআই বিভূতি ভূষণ, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, বাবুল হোসেন ও বেরোবি কর্মকর্তা রাফিউর হাসান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা তদন্তেরই একটি অংশ। আসামিদের গ্রেপ্তারে তদন্ত সংস্থা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সরকারি কর্মকর্তা গ্রেপ্তারে আদালতের অনুমতি প্রয়োজন হওয়ায় বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় নিহতের বড় ভাই রমজান আলী গত ১৮ আগস্ট মহানগর তাজহাট আমলী আদালতে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু সাঈদের মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট। শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত। এটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িতদের কেউ ছাড়া পাবে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫