গাজীপুরে প্রতিদিনের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-
গাজীপুরে জমকালো আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর ) সকালে নগরীর চৌরাস্তা মোড়ে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর অফিসের ব্যুরো প্রধান আসাদুজ্জামান তুহিনের সঞ্চালনায় ও আল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।
এ সময় খায়রুল আলম রফিক বলেন, ‘দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে আরও আগে। আজ পত্রিকাটির গাজীপুর ব্যুরো অফিসের উদ্বোধন হতে যাচ্ছে। আজ আমাদের আবেগ, আমাদের স্মৃতির একটি দিন।
আমরা জানি, অতীতে শত শত পত্রিকা প্রকাশিত হয়েছে। কিন্তু অনেকেই টিকে থাকতে পারেনি। তার কারণ হলো পত্রিকায় প্রকাশিত খবরের ওপর মানুষের আগে যে আস্থা ছিল, এখন তা অনেকাংশে খর্ব হয়েছে। স্বাধীনতার আগের সময়ে যদি আমরা ফিরে যাই, ওই সময় পত্রিকার পাতায় ছাপানো খবর বা সম্পাদকীয় পড়ে মানুষ উদ্বুদ্ধ হতো। তিনি বলেন যারা অবদান রাখছে, ওই পত্রিকাগুলোই এখনো টিকে আছে। মানুষের মনের ভাষা বুঝতে হবে, হৃদয়ের ভাষা বুঝতে হবে। মানুষ কী চায়, মানুষের অধিকারের কথা যে কাগজগুলোতে উঠে আসবে, বিভিন্ন সমস্যার কথা যে কাগজগুলো সত্যিকারভাবে তুলে ধরবে, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরবে, সমাজকে সত্যিকারভাবে দিকনির্দেশনা দিচ্ছে এবং সমাজকে আলোর পথে ধাবিত করছে সে কাগজগুলোই কিন্তু টিকে থাকবে।
আমি বলতে চাই, সুন্দর, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, মানুষ ও দেশের কথা বললে প্রতিদিনের কাগজ পত্রিকাটিও টিকে থাকবে। জনগণের মনে স্থান করে নিতে পারবে বলে আমার বিশ্বাস।তিনি আরও বলেন, ‘আমি চাই প্রতিদিনের কাগজ মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে।
মানুষের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে। আমাদের পত্রিকাটি শুরু থেকে একটু ব্যতিক্রম। সবসময় মুক্তচিন্তার কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, সেভাবেই এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। গাজীপুর একঝাঁক তরুণ সাংবাদিকের হাতে পত্রিকাটি পথ হারাবে না কোনো দিন। ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পত্রিকাটি। মানুষের জন্য সুফল বয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫