|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ০৫:১৩ অপরাহ্ণ

ফেনী বন্যায় রেড ক্রিসেন্টের ত্রাণ কার্যক্রম


ফেনী বন্যায় রেড ক্রিসেন্টের ত্রাণ কার্যক্রম


ঢাকা প্রেস
ফেনী জেলা প্রতিনিধি:-


ফেনী জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংগঠনটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ এবং মেডিকেল সেবা প্রদান করছে।

 


 

গত মঙ্গলবার (২৭ আগস্ট), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী ফেনী সফর করে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি ফেনীর বিরিঞ্চি এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, মোমবাতি এবং দেশলাই বিতরণ করেন। এরপর তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ছাগলনাইয়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
 

অধ্যাপক ডা. কবীর চৌধুরী জানান, সরকারের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সবসময় কাজ করে। ফেনীতে এসে তিনি ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে মর্মাহত হন। তিনি বলেন, প্রাথমিকভাবে মানুষদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এসকল মানুষদের পুনর্বাসন পর্যন্ত রেড ক্রিসেন্ট পাশে থাকবে।
 


এ সময় আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, হলি ফ্যামিলি হাসপাতালের অধ্যাক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫