সাতক্ষীরাস্থ লাবসা বাইপাস এলাকায় থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ ১টি ট্রাক আটক

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-
বুধবার ১৫ এপ্রিল আনুমানিক রাত ১১.৩০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক বিএ-৬৩৮০ লেফটেনাল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভারতীয় উন্নতমানের শাড়ী, টিস্যু জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার এবং সিরামিক পাউডারসহ ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস হয়ে ১টি ট্রাক বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী, টিস্যু জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার এবং সিরামিক পাউডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে গমন করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল লাবসার লস্কর পেট্রোল পাম্পের নিকট সাতক্ষীরা-যশোর রোডে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে।
এ সময়ে ত্রিপল দিয়ে মোড়ানো মালামাল বোঝাই ১টি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখে ট্রাকটি থামানোর জন্য টহল দল দূর থেকে সিগন্যাল দিলে তাৎক্ষণিক ট্রাক চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ট্রাকটি চেকপোষ্টে পৌছানোর আনুমানিক ১০০ গজ দুরে থামায় এবং ট্রাকের চালক ও হেলপার ট্রাক রাস্তায় রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি আটক ও তল্লাশী করে ৩,৩৯,১৫,০০০ টাকা মূল্যের ২,২৬১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৩৫,৯৬,৪০০ টাকা মূল্যের ৮,৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়, ২,১০,০০,০০০ টাকা মূল্যের ২,১০০ কেজি পোস্তদানা, ২৪,০০,০০০ টাকা মূ্ল্যের ৮০০ কেজি জিপসাম পাউডার, ১,৭২,৭৪,০০০ টাকা মূল্যের ৮,৬৩৭ কেজি সিরামিক পাউডার এবং ১টি বাংলাদেশী ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকার মালামাল আটক করে।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল এবং বাংলাদেশী ট্রাক কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫