|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায় 


ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায় 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভূমির বকেয়া খাজনা আদায়ে ‘হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনভর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসে এ হালখাতার আয়োজন করা হয়।

 


 

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিবছর ৬০-৬৫ লাখ টাকা ভূমি খাজনা (কর) আদায় করা হয়। এরমধ্যে ২০-২৫ লাখ টাকা বকেয়া ছিল। বকেয়া ভূমি কর আদায়ে দিনব্যাপী ‘হালখাতা’র আয়োজন করা হয়। এতে দালালের বিড়ম্বনা ছাড়াই উপজেলার বাসিন্দারা খাজনা দিতে পারছেন।

 


 

সন্তোষপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ধনিগাগলা এলাকার বাসিন্দা আনোয়াত হোসেন তালুকদার বলেন, ‘স্বাধীনতার পর আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যে, জমির খাজনা দিতে এলে জনগণকে মিষ্টি খাওয়ায়। প্রতিবছর এমন আয়োজন করলে জমির খাজনা বকেয়া পড়বে না।’

 


 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, সম্রাট আকবরের সময় থেকে ভূমি অফিসে বাঙালি ঐতিহ্য হালখাতা অনুষ্ঠান চালু ছিল। কিন্তু ব্রিটিশরা এদেশে আসার পর ভূমি অফিসের হালখাতা বন্ধ হয়ে যায়। নববর্ষ উপলক্ষে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা বাংলাদেশে প্রথম ভূমি অফিসে এই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ দিনব্যাপী হালখাতা অনুষ্ঠিত হয়।

 


 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, আমরা দেখতাম বড় বড় ব্যবসায়ীরা হালখাতা করে তাদের বকেয়া আদায় করতেন। তবে দেশে এবারই প্রথম উপজেলা ভূমি অফিসে হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো ফিরে এলো। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫