|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ

সিপিবির কার্যালয়ের সামনে পুলিশি সতর্ক অবস্থান, বিকেলে শোকমিছিল


সিপিবির কার্যালয়ের সামনে পুলিশি সতর্ক অবস্থান, বিকেলে শোকমিছিল


ঢাকা প্রেস নিউজ

 

ফেসবুকে প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় ঘেরাওয়ের হুমকির প্রতিবাদে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

শনিবার সকাল থেকেই সিপিবির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের আশপাশে সমবেত হতে শুরু করেন। অনেকেই কার্যালয়ের ভেতরেই অবস্থান নেন। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেন এবং সেখানে সেনাবাহিনীর টহলও ছিল।
 

নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যেই সকাল ১০টা ৪০ মিনিটে সিপিবি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল মাগুরায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে সিপিবির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ। কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম।
 

এ সময় তিনি বলেন, "শিশু ধর্ষণের পর মৃত্যুর এই লজ্জা বাংলাদেশ বুকে ধারণ করতে পারছে না। আমাদের দেশে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তা কল্পনাতীত।" তিনি আরো বলেন, "তনু হত্যাকাণ্ডের পর আমরা গোটা দেশে জাগরণ সৃষ্টি করেছিলাম, কিন্তু তার বিচার এখনও হয়নি। ফেনীতে নুসরাতকে হত্যা করা হয়েছিল, আমরা সোনাগাজীতে গিয়েছিলাম।"
 

শাহ আলম বলেন, "মাগুরার শিশুটির ওপর যে বর্বর নির্যাতন করা হয়েছে, তা আমাদের জাতির ওপর কালিমা লেপন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে, সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছে না।" তিনি আরো দাবি করেন, "নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও প্রোপাগান্ডা আইন করে নিষিদ্ধ করতে হবে।"
 

সিপিবি সভাপতি আরও বলেন, "মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দেশের প্রতিটি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।"
 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, "এই সমাজে পুরুষতান্ত্রিক লালসার শিকার মাগুরার শিশুটির মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে আমরা দেশব্যাপী শোকদিবসের কর্মসূচি ঘোষণা করেছি।" তিনি বলেন, "এই কর্মসূচির অংশ হিসেবে, কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কালো পতাকা উত্তোলন করা হবে এবং বিকেলে শোকমিছিল বের করা হবে।"
 

এছাড়া, সকাল থেকে সিপিবি নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে তাদের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তারা আশঙ্কা করছিলেন যে, সেখানে হামলা হতে পারে, তাই অনেকে সারারাত অবস্থান করেছেন যাতে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।
 

অন্যদিকে, বাম ঘরানার প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো বেলা ১১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেন এবং মাগুরায় ধর্ষণসহ দেশের সব নারী নির্যাতন, হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় বিচার চান। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের, বিশেষত নারী ও মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫