|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ণ

লালপুরে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি ও মারপিট, আহত ১


লালপুরে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি ও মারপিট, আহত ১


মোঃ সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংগ্ন নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মা অভিযোগ করলে তার জের ধরে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে । 

 

স্থানীয়রা আরো জানান, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এই ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,  ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫