উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ

উত্তর গাজায় আবারো গোলাবর্ষণ শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নতুনভাবে বাস্তুচ্যুত হচ্ছে অনেকে। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেশ কয়েকটি এলাকায় হামাস ও ইসরাইলি বাহিনীর মাঝে লড়াই শুরু হয়েছে।
এতে অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। তবে এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ইসরাইলি আর্টিলারি বাইত লাহিয়া, বাইত হ্যানউন এবং বাইত হ্যানউন (ইরেজ) ক্রসিংয়ের আশেপাশের এলাকাগুলোতে গোলাবর্ষণ কররে। তারা বাইত হানুনে হাজার হাজার ফিলিস্তিনি জলপাই, কমলা ও লেবু গাছ তুলে ফেলছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫