|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ


বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ


অনলাইন ডেস্ক:-

 

জার্মান পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বর্তমানে চলছে ভোট গণনা, এবং আশা করা হচ্ছে, আগামীকাল সকাল নাগাদ পুরো ভোট গণনা শেষ হবে। খবর ডয়েচে ভেলের।
 

তবে বুথ ফেরত জরিপের ফল অনুযায়ী, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থি দল এএফডি, যা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট।
 

এই জরিপে আরও দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি তৃতীয় অবস্থানে রয়েছে, যেটি পেয়েছে ১৬ শতাংশ ভোট।
 

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিখ মেৎর্সের হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে। তবে এএফডি’র কট্টর অবস্থানের কারণে, তারা সকল রাজনৈতিক দলই এড়িয়ে চলছে, তাই তাদের জোট সরকারে থাকা সম্ভাবনা খুবই কম।
 

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি। ৮৩-৮৪ শতাংশ ভোট পড়ার পূর্বাভাস রয়েছে, যা জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে একটি রেকর্ড।
 

গত নভেম্বরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনমত জরিপে রক্ষণশীল দল সিডিইউ এগিয়ে রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫