কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রলির চাপায় সোহাগ হেসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি স্থানীয় বাসিন্দা বিপ্লব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের পাশে খেলার সময় শিশুটিকে মাটি ভর্তি একটি ট্রলি চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রলিটি জব্দ করেছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫