সায়হাম গ্রুপের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হবিগঞ্জের গরিব অসহায় মানুষের মাঝে প্রতিবছরের মতো এবারও ইফতারসামগ্রী বিতরণ শুরু করেছে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান সায়হাম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাট উপজেলার ২০,০০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
রোববার সকালে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ঈশতিয়াক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ইফতারসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। পরে তারা মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার গরিব অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, "হবিগঞ্জের দুই উপজেলার ২১টি ইউনিয়ন ও দুই পৌরসভার গরিব মানুষদের জন্য ইফতারসামগ্রী অত্যন্ত প্রয়োজনীয়। টাকা সংকটের কারণে তারা ভালোভাবে খাবার কিনতে পারেন না। সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে এ বছর ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি গ্রামের গরিবদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী তাদের ঘরে ঘরে ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।"
সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন, "চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের অনুপ্রেরণায় আমাদের প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ঈদ, পূজা, দুর্যোগকালীন সময়ে সায়হাম গ্রুপ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এ মহৎ উদ্যোগ চলমান থাকবে।"
শিল্পগ্রুপটির পরিচালক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, "সায়হাম গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীর উন্নয়ন এবং কল্যাণমুখী কাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। আমরা সবসময় এই লক্ষ্য পূরণে কাজ করে যাব।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫