|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

খুলনা কারাগারে হতাহতের ঘটনায় উত্তেজনা: স্বজন সাক্ষাৎকে কেন্দ্র করে সংঘর্ষ


খুলনা কারাগারে হতাহতের ঘটনায় উত্তেজনা: স্বজন সাক্ষাৎকে কেন্দ্র করে সংঘর্ষ


ঢাকা প্রেস
খুলনা জেলা প্রতিনিধি:-

 

খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদিদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে স্বজনদের সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারা কর্তৃপক্ষকে সেনা মোতায়েন করতে হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বজনদের সাথে সাক্ষাতের সময় হাজতি হোসেন মুন্সি একজন কয়েদিকে মারধর করেন। এর জবাবে কয়েদিটি তার সহকর্মীদের নিয়ে হোসেনকে খুঁজতে শুরু করে। এতে কারাগারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবারও উত্তেজনা ফেটে ওঠে। কয়েদিরা কারারক্ষীদের উপর হামলা চালায় এবং তাদেরকে কারাগার থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।
 

এই ঘটনায় কারাগারের ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়, যা আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারা কর্তৃপক্ষকে সেনা বাহিনীর সহায়তা নিতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কারাগারের ভেতরে উত্তেজনা এখনো বিরাজ করছে।
 

খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল ইসলাম কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫