|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীক কলহের জেরে দিন দুপুরে হামলা ও ডাকাতি


সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীক কলহের জেরে দিন দুপুরে হামলা ও ডাকাতি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কষ্টেশনের আওতাধীন কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য মোঃ মোক্তার আবেদিন রাজু,  স্বত্ত্বাধিকারী মেসার্স  চম্পা এন্টারপ্রাইজ জানান - মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রহম আলীর মারফতে ঢাকার এক কয়লা পার্টির নিকট ৩০০ মেঃ টন কয়লা বিক্রি করি। অদ্য সকালে কয়লা কেরিং/ পরিমাপের সময় আমার বড় ভাই সাদ্দাম হোসাইনের সাথে পরিমাপ সংক্রান্ত বিষয়ে মোঃ রহম আলী ও তার বড় ছেলে রনির সাথে বাক-বিতন্ডা হয়। এই সামান্য বাক-বিতন্ডার জের ধরেই রহম আলী ও তার ছেলে রনি মিয়া পাশ্ববর্তী তাদের বাড়ীতে যোগাযোগ করে দেশীয় অস্ত্র-সস্র ও লোকজন নিয়ে আমার ডিপুতে এসে অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে ডিপুতে ভাংচুর করে ও মেসার্স রাজু এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ সাদ্দাম হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে আহত করে। ডিপুর আসবাবপত্র ভাংচুরসহ  অফিসে ড্রয়ার ভেঙ্গে ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার)  নগদ টাকা নিয়ে যায় বলে জানান মোঃ মোক্তার আবেদিন রাজু। 

আহত সাদ্দাম হোসাইনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কয়লা আমদানিকারক সমিতি তাহিরপুর বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং থানায় মামলার প্রক্রিয়াধীন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫