নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা: ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত রোববার (১০ নভেম্বর) দুপুর ১১টার দিকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুয়া পুলিশ বলে অভিযোগ করে একদল যুবক দুই ব্যক্তিকে মারধর করে। পরে জানা যায়, মার খাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল।
মারধরের শিকার দুই ব্যক্তির একজন হলেন দিনাজপুরের হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত। অন্যজন শফিউজ্জামানের বন্ধু মো. রাজু (৪৫)। তিনি বরিশালের মুলাদী থানার নেছার উদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানারপাড় এলাকার কয়েকজন যুবক শফিউজ্জামান ও রাজুর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি করে। পরে তারা আশপাশের লোকজনকে ডেকে আনে এবং 'ভুয়া পুলিশ' বলে অভিযোগ করে তাদের মারধর করে।
স্থানীয় জনতা পরে মারধর করা দুই ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত কয়েকজন যুবক শফিউজ্জামান ও রাজুর পকেট মারার চেষ্টা করেছিল। পরে তারা পুলিশ পরিচয় দেওয়ায় যুবকরা তাদের 'ভুয়া পুলিশ' বলে মারধর করে।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫