চিলমারীতে ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আলেম,ওলামা ও ছাত্র, জনতাসহ বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা।
এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলামi আলিফ হত্যার বিচারের দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা। আজ শুক্রবার (২৯শে নভেম্বর) আছরের নামাজ আদায় করার পরে, থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, মুফতী আব্দুল ওয়াজেদ, মাওঃ আব্দুস সালাম, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর প্রতিনিধি সাফিন সাজ্জাদ বিন মতিন, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহম্মেদসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তারা সবাই ইসকন নিষিদ্ধের ব্যাপারে জোরালো আলোচনা করেন ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫