কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন

তরিক শিবলী,ঢাকা প্রেস:-
রাজধানী উত্তরা ১৫ নম্বর সেক্টরে বউ বাজারে আজ ( ১৫ ই নভেম্বর ২০২৪ ) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০ টি ফুডকোর্ট এর দোকান ছিল। মালিক কর্মচারী সহজ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক, সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্ট গুলা থেকে। কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে মানববন্ধন করছি। বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই সমর্থন করে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তা কেও দেখেনা।
মানববন্ধনে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে,মানতে হবে, স্বাধীনভাবে বাঁচতে চাই, কর্ম করার জায়গা নাই কর্ম করার জায়গা চাই।
ফুডকোর্ট এর এক নারী ব্যবসায়ী সুমি বলেন, আমার পরিবার এর চিকিৎসার অর্থ এখন আর ব্যবস্থা হচ্ছে না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া এখন বন্ধ আমি অসহায় হয়ে গেছি ।
এই মানব বন্ধন নিয়ে রূপালী বাংলাদেশের প্রতিবেদক রাজউক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে তিনি বলেন আজ এই মানব বন্ধন এর বিষয়ে তেমন কিছুই বলা যাবে না, তবে এটা সত্য যে তারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আর অবৈধ স্থাপনা রাজউক ভেঙে দেবে এটাই স্বাভাবিক নিয়ম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫