আল- হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
"Process of Parenting" এর উপর দিনব্যাপী ব্যতিক্রম আয়োজনে দক্ষিণ হালিশহরের আল-হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মোঃ আলমগীরের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনে আলোচক অতিথি হিসেবে প্রশিক্ষণ ও পরামর্শ মূলক বক্তব্য রাখছেন বন্দর থানা সরকারি প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী আব্দুল হাকিম চৌধুরী, প্রশিক্ষণে সমাপনী ও সারমর্ম জানিয়ে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাকারিয়া হোসাইন, শুরুতে ছাত্র শিক্ষকের উপর আলোচনা করেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ শিক্ষক মোঃ ওমর ফারুক, তরুণ সাংস্কৃতিক সংগঠক ও মুসলিম এইডের কর্মকর্তা মোঃ ওসমান গনি।
সামাজিক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ, শিক্ষা সংগঠক হাজী মোঃ আব্দুল জব্বার, শিক্ষা সংগঠক ডাঃ মোঃ কামাল উদ্দিন,অনুষ্ঠান উদ্যোক্তাদের মধ্যে পরিচালক মোঃ হারুন উর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল- নোমান, আজহারুল ইসলাম ও মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার ও সমাজে সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী বাস্তব মুখি নৈতিক শিক্ষা ও মানসিক শক্তি এবং জীবন - মান উন্নয়নে আত্ম সামাজিক নিরাপত্তার উপর জোর।
এছাড়া পরিবারের ও সমাজে অনৈতিক , অকল্যাণ এবং প্রজন্ম নষ্ট হওয়া প্রকল্প সমূহ থেকে সবাইকে সর্তক থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ সাহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, জাগ্রত বিবেক কে ভালো ও আলোকিত কাজে ব্যবহার করে পরিবার, সমাজ - দেশ গড়তে চাই।
আসুন আমরা সবাই একটি সুন্দরে খোঁজে আত্ম সামাজিক উন্নয়নে অংশীদার হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এতে বন্দর ইপিজেড পতেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিকের উপরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫