|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০২:৫৫ অপরাহ্ণ

নড়াইলে শেষ হলো পাঁচ দিনব্যাপী রাস উৎসব


নড়াইলে শেষ হলো পাঁচ দিনব্যাপী রাস উৎসব


ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-

 

নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী রাস উৎসব শেষ হয়েছে। খোল-করতাল, শঙ্খধ্বনি এবং প্রাণের উচ্ছ্বাসে মুখরিত ছিল এই হিন্দু ধর্মীয় উৎসব। মণিপুরি সংস্কৃতির নিজস্ব গায়কি ও অভিব্যক্তির মধ্য দিয়ে উৎসবটি পেয়েছে ভিন্নমাত্রা। হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল দেবভোগের এই পুণ্যভূমি।
 

শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে আয়োজিত এই উৎসবের ৪৪তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয় ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। বিশেষভাবে এই রাস উৎসব ঘিরে স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মধ্যে দেখা যায় অন্যরকম এক উচ্ছ্বাস।
 

উৎসবের মূল আকর্ষণ শ্রী শ্রী ত্রিভঙ্গ চরণ দাস (বাবাজি) নামে এক সাধকের স্মরণে আয়োজিত মেলা। কথিত আছে, বাবাজি বৃন্দাবন থেকে এসে দেবভোগ গ্রামকে বৃন্দাবনের রূপ দিয়েছিলেন। এই স্মৃতিকে ধরে রাখতেই প্রতি বছর এখানে রাস উৎসব পালন করা হয়।
 

দর্শনার্থীরা জানান, এই উৎসবে আসা মানেই গ্রামীণ জীবনের এক নিবিড় অনুভূতি। সবাই মিলেমিশে উৎসব উদযাপন করে, যা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। রাধাকৃষ্ণের বৃন্দাবনের রাসলীলার প্রতীকী প্রকাশ হিসেবে এই উৎসব স্থানীয় মানুষের কাছে এক পবিত্র ঐতিহ্য।
 

এভাবে ঐতিহ্যবাহী রাস উৎসব স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় চেতনার এক মহামিলনমেলায় পরিণত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫