|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:৫৫ অপরাহ্ণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে


জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে


ঢাকা প্রেস নিউজ

 

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

 




বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপস্থিত হয়েছেন।

 

তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।
 

পরবর্তী সময়ে, ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান যে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়।

 

বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
 

বৈঠকের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫