|
প্রিন্টের সময়কালঃ ১২ মার্চ ২০২৫ ০৯:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ

তিন বছরের ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক এমপি নাসের


তিন বছরের ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক এমপি নাসের


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:-

 

মৌলভীবাজারের বড়লেখায় পাশবিক নির্যাতনের শিকার তিন বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। পাশাপাশি তিনি মামলার ব্যয়ভার বহন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
 

সোমবার রাতে ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন নাসের রহমান। তিনি শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন এবং মামলার সঠিক চার্জশিট প্রদানে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।
 

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “বাসার মালিক আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি পুলিশের কাছে নির্যাতনের প্রমাণের কথা বলেছি। ঘটনার দিন তারা শিশুটিকে হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি।”
 

নাসের রহমান তাকে আশ্বস্ত করেন এবং আইনি লড়াইয়ে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
 

গত ৩ মার্চ সকালে বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকায় একটি দোকান থেকে চকলেট কিনতে গিয়ে ওই শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে।
 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি, দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
 

সোমবার রাতে মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধি দল শিশুটির মায়ের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের, জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন।
 

তারা শিশুটির জন্য ফল ও চকলেট নিয়ে যান এবং নাসের রহমানের পক্ষ থেকে শিশুর মায়ের হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
 

ছাত্রদল নেতা জনি আহমেদ জানান, “শিশুটির চিকিৎসা ও আইনি লড়াইয়ের সমস্ত ব্যয় নাসের রহমান বহন করবেন।”
 

বর্তমানে শিশুটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাসের রহমান জানিয়েছেন, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি প্রয়োজনে আরও সহায়তা দেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫