কুড়িগ্রামে ভূমি সেবা মেলা ২০২৫ অনুষ্ঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
প্রতিপাদ্য: "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"
সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে "ভূমি সেবা মেলা ২০২৫"। রোববার (২৫ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন....
"ভূমিসেবা পেতে এখন আর দপ্তরে ছুটতে হবে না। ১৬১২২ নাম্বারে কল দিয়ে সহজেই প্রয়োজনীয় তথ্য জেনে অনলাইনে আবেদন করা যাবে। কেউ অফিসে টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। আপনারা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের সাথে যোগাযোগ করুন।"
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন,
সাংবাদিক আশরাফুল হক রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন,
এবং জেলার বিভিন্ন এলাকার উপকারভোগী জমির মালিকগণ।
উল্লেখ্য, এই ভূমি সেবা সপ্তাহ চলবে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫