রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত বহু

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):-
রাশিয়া গতরাত জুড়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, “রাশিয়া আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসী কৌশল অব্যাহত রেখেছে। তারা একযোগে দেশের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালাচ্ছে।”
জেলেনস্কি আরও জানান, রাশিয়া ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনসহ মোট ৫৯৭টি ড্রোন এবং ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বিমান বাহিনী ৩১৯টি ড্রোন ও ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এ হামলায় দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় লভিভে আহত হয়েছেন ১২ জন। ডিনিপ্রোপেট্রোভস্ক ও খারকিভে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, উত্তর-পূর্ব সুমি অঞ্চলে বেসামরিক ঘরবাড়িতে বোমা হামলার ফলে আরও দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর কার্যালয়।
অন্যদিকে, ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে আরও ‘প্যাট্রিয়ট’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: বাসস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫