রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বাজারে!

প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ ৩৯২ বার পঠিত
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বাজারে!

ঢাকা প্রেস নিউজ

জুনের তৃতীয় সপ্তাহ
থেকেই রংপুরের বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু হাঁড়িভাঙা আম। 'জিআই' স্বীকৃতিপ্রাপ্ত এই আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকায় জমে উঠেছে হাট।

 


 

আগাম জাতের আম বাজার থেকে চলে যাওয়ায় হাঁড়িভাঙা-র আগমনে বেড়েছে বেচাকেনা। এমনকি রপ্তানিও শুরু হয়েছে এই জনপ্রিয় আমের। প্রথম ২০০ কেজি আম জার্মানিতে পাঠানো হয়েছে। নেপালথাইল্যান্ড-সহ বিভিন্ন দেশেও রপ্তানির চেষ্টা চলছে।

 

 

কৃষি বিভাগ আশা করছে, সবকিছু ঠিকঠাক থাকলে এবার জেলায় এই আমের বিক্রি থেকে ২০০ কোটি টাকা আয় হবে।
 

হাঁড়িভাঙা আমের খ্যাতিচাহিদা অনেক, কিন্তু সংরক্ষণের অভাব-এর কারণে তাড়াতাড়ি বিক্রি করে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরাআমচাষিব্যবসায়ীরা দাবি করছেন হাঁড়িভাঙা সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার এবং জেলা থেকে এই আম পরিবহনের জন্য বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালুর।
 

বর্তমানে আকারভেদে প্রতি মণ হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়

 

প্রথম পর্যায়ে জার্মানিতে ২০০ কেজি হাঁড়িভাঙা আম রপ্তানি করা হয়েছে। লক্ষ্য: নেপালথাইল্যান্ডেও রপ্তানির চেষ্টা চলছে। এবার ২০০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ।  ৩ হাজার ৩৫৯ হেক্টর জমিতে আম চাষ, হাঁড়িভাঙা চাষ ১ হাজার ৯৩৫ হেক্টর জমিতে। ৩২ হাজার টন আম উৎপাদনের সম্ভাবনা।