|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লা (৩০) কে শনিবার (৩১ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

 

পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লিজন মোল্লা একাধিক ফৌজদারি মামলার আসামি ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রমা সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এছাড়া তার মোটরসাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​​​​​​​

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, লিজন মোল্লার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫