রক্তদান করা একটি মহৎ কাজ। কিন্তু যাকে রক্ত দিচ্ছেন তার সুস্বাস্থ্য কামনা করাই মঙ্গলজনক। সেসব বিবেচনায় রক্ত কারা দিতে পারবেন তাও বিচার্য।
অনেক সময় অনেকে জানেন না তারা রক্ত দেওয়ার জন্য উপযুক্ত নন। ফলে অনেক সময় অনেকের সময় অপচয় হয় আবার জরুরি মুহূর্তে জটিলতাও তৈরি হয়। এমন হতে পারে আপনার সঙ্গে তার রক্তের ব্লাড ক্রসম্যাচিং করেনি। কিন্তু বাহ্যত অনেকেই একেবারে রক্ত দেওয়ার উপযুক্ত নন। কারা উপযুক্ত নন? আসুন জেনে নেওয়া যাক:
*কারো বয়স ১৮ বছরের কম হলে আর কারো বয়স ৬৫ এর বেশি হলে তিনি রক্ত দিতে পারবেন না। *যারা শিশুকে স্তন্যপান করান নিয়মিত তারা রক্তদান করতে পারবেন না। *হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবেন না। *উচ্চ রক্তচাপের রোগী অথবা ডায়বেটি আক্রান্তরা রক্ত দিতে পারবেন না। *আপনার যদি অ্যান্টিবায়োটিক কোর্স চলমান থাকে তাহলে রক্ত দেওয়া যাবে না। কারণ রোগীর দেহে জটিলতা হতে পারে। *আপনার ওজন যদি ৪৯ কেজির কম হয় তাহলে আপনি রক্ত দিতে পারবেন না। *স্থায়ী মেকাপ চিকিৎসা করানোর পর চারমাস রক্ত দেওয়া যায় না। *ট্যাটু বা নাক ছিদ্র করার পর হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ট্যাটু করানোর পর রক্ত দেওয়া যাবে না।